পশ্চিমবঙ্গহেডলাইন
লাইনে ফাটল, ট্রেন চলাচল ব্যাহত

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: রেল লাইনে ফাটলের জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল। মঙ্গলবার সকালের এই ঘটনায় দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা। প্রায় ঘন্টাখানেক পর লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে মঙ্গলবার সকাল ৭টা ৩০ নাগাদ হাওড়া আমতা শাখায় রেল লাইন পরীক্ষা করার সময় দক্ষি্ণবাড়ি স্টেশনের কাছে রেল লাইনে ফাটল লক্ষ্য করেন রেলের কর্মীরা। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। স্টেশনে থামিয়ে দেওয়া হয় ট্রেন। পরে রেল কর্মীরা দ্রুততার সঙ্গে লাইন মেরামতের কাজ শুরু করে। এদিকে সকালে অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে নিত্যযাত্রীরা। তার দ্রুত লাইন মেরামত করার দাবি জানাতে থাকে। প্রায় দেড়ঘন্টার লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।