fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

মাঝ আকাশে দুর্ঘটনা, দক্ষিণ চিনে ১৩৩ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, শোকজ্ঞাপন করে ট্যুইট মোদীর

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ মাঝ আকাশে বিমান দুর্ঘটনা। দক্ষিণ চিনে ১৩৩ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। একটি জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার ফলে পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে হতাহতের সংখ্যা জানা যায়নি। প্রাথমিক তদন্ত অনুমান বিমানের থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে।

ঘটনায় শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ট্যুইট বার্তায় লেখেন। চিনের গুয়াংজিতে ১৩২ যাত্রীসহ যাত্রীবাহী ফ্লাইট MU5735-এর দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। আমরা শোকস্তব্ধ পরিবারের সদস্যদের পাশে আছি’।

বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি গ্রামে ভেঙে পড়ে। তার পরেই পাহাড়ে আগুন লেগে যায়। আরও জানানো হয়েছে যে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কুনমিং থেকে গুয়াংজু  পর্যন্ত চায়না ইস্টার্ন ফ্লাইটটি স্থানীয় সময় ১.১১ টায় (০৫১১ GMT) উড়ে যায়। স্থানীয় সময় ২.২২টায় ৩৭৬ নট গতিতে ৩২২৫ ফুট উচ্চতায় ফ্লাইট ট্র্যাকিং শেষ হয়। স্থানীয় সময় ৩.০৫ মিনিটে বিমানটির অবতরণের কথা ছিল। চিনের বিমান ক্ষেত্রের নিরাপত্তার রেকর্ড গত এক দশকে বিশ্বের সেরাদের মধ্যে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিমানের গতিবিধির উপরে নজর রাখা ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪-এও দেখা গিয়েছে, হঠাৎ করেই বিমানটির উচ্চতা এবং গতি কমতে থাকে৷ যার জেরে বোয়িং বিমানটি ওয়েবসাইটের নজরদারি ব্যবস্থা থেকে হারিয়ে যায়৷

 

 

 

Related Articles

Back to top button
Close