নারকেলডাঙায় কিশোরীকে খুনের চেষ্টার কিনারা, ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত

অভীক বন্দ্যোপাধ্যায়,কলকাতা: রেল কোয়ার্টারের পরিত্যক্ত ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কিশোরীর দেহ। দ্রুত হাসপাতালে না নিয়ে যাওয়া হলে প্রাণসংশয় হতে পারত ওই তরুণীর। অভিযোগের তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল এন্টালি থানার পুলিশ। শুক্রবার রাতে ট্যাংরার ডিসি দে রোড থেকে বছর চব্বিশের মহম্মদ রাজা নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হলে তাতে যৌন নির্যাতনের প্রমাণ না মিললেও প্রবল মারধরের চিহ্ন পাওয়া গিয়েছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তরুণীর সঙ্গে রাজার সম্পর্ক গড়ে উঠেছিল। এন্টালি কামারডাঙা আবাসনের একটি ঘরে তরুণীকে নিয়ে গিয়ে একসঙ্গে নেশা করত সে। বৃহস্পতিবার রাতে টাকাপয়সা এবং আরও কিছু বিষয় নিয়ে দু’তরফে গোলমাল হয়। এর পরই ওই কিশোরীকে ইট দিয়ে মেরে খুনের চেষ্টা করা হয় বলে জানতে পেরেছে পুলিশ।
আহত ওই কিশোরী পড়ে ছিলেন কোয়ার্টারের শৌচালয়ে। তাকে হাসপাতালে ভর্তি করানোর পর তার বলে দেওয়া বিবরণে স্কেচ এঁকেই ২৪ ঘণ্টার মধ্যেই কড়েয়া এলাকা থেকে মহম্মদ রাজাকে গ্রেফতার করা হয়। নিজের অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত বলে দাবি পুলিশের।