পশ্চিমবঙ্গহেডলাইন
অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে পুলিশের জালে ১

শ্যামল কান্তি বিশ্বাস,তেহট্ট : অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে পুলিশের জালে ১। ধৃতের নাম ইজরাইল মন্ডল,বাড়ি তেহট্ট থানার পাড়া থানাএলাকার লক্ষীপুর গ্ৰামে। জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে অভিযুক্ত ইসরাইলের বাড়িতে হানা দেয় তেহট্ট মহকুমার পুলিশ। ইসরাইলের বাড়ি তল্লাশি করে আট রাউন্ড গুলি সহ একটি দেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।ধৃতকে গ্ৰেফতারের পর মঙ্গলবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃত অভিযুক্ত ইজরাইল মন্ডলকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন, প্রসঙ্গত উল্লেখ্য, এলাকায় অসামাজিক কার্যকলাপে ইজরাইলের বিরুদ্ধে থানায় আগেও একাধিক অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।