পশ্চিমবঙ্গহেডলাইন
রাতেই লোপাট আস্ত ক্রেন, তদন্তে পুলিশ

মিলন পণ্ডা, কাঁথি (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত মেচেদা বাইপাস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ক্রেন গাড়ির চুরি ঘটনায় ছড়াল চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে বিষয়টি মালিক ও কর্মচারীর নজরে আসতই দ্রুত কাঁথি থানার দ্বারস্থ হন তারা। ঘটনার জেরে ক্রেনের মালিক খইরুল আলি খাঁন কাঁথি থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানাগেছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাত কাঁথি শহরের মেচেদা বাসপাস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা ক্রেনটিকে চুরি করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ঘটনার স্থলে পরিদর্শনের আসেন কাঁথি থানার আই সি সুনয়ন বাসু। ঘটনাস্থলের পাশে থাকা একটি সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ।
গোটা ঘটনায় উদ্বিগ্ন ক্রেনের মালিক খইরুল আলি খাঁন। যদিও তদন্ত শুরু হওয়ায় মুখ খুলতে রাজি হয়নি পুলিশ ।