বিশ্বকর্মা পুজোর হিসেব নিয়ে বচসার জের! রিজেন্ট পার্কে বন্ধুকে তরোয়ালের কোপ

অভীক বন্দ্যোপাধ্যায়,কলকাতা: লকডাউন পরিস্থিতির মধ্যেও প্রত্যেক বারের মত এবারেও আবাসনে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিল আবাসনের যুবকেরা। কিন্তু হিসেবের গরমিল নিয়ে বচসার জেরে ঘটে গেল মারাত্মক কাণ্ড। আচমকাই এক বন্ধুকে তরোয়াল দিয়ে কুপিয়ে দিল আরেক বন্ধু।
রবিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্কের ইটখোলা আবাসনে। আহত সুশান্ত দে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে অভিযুক্ত রাজের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।আহত সুশান্ত গাড়িচালক এবং অভিযুক্ত রাজ পেশায় টিভি মেকানিক বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রত্যেক বারের মতো এবারেও ওই আবাসনের বিশ্বকর্মা পুজোর ব্যবস্থা করেছিল রাজ, সুশান্ত এবং তাদের বন্ধুরা। পুজোর দিন চলে সাময়িক মদ্যপানও। এরপর পুজোর হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সমস্যা দেখা দিলে রবিবার দুপুরে তারা সকলে একজোট হয়। সেই সময়ে বচসার মধ্যে আচমকা সুশান্তকে তরোয়াল দিয়ে কোপায় রাজ এবং পালিয়ে যায় বলে অভিযোগ।