আন্তর্জাতিকখেলাগুরুত্বপূর্ণহেডলাইন
চুরি হল পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাড়িতে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চুরি হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাড়িতে। জুভেন্টাসে রোনান্ডোর সই কয়েকটা জার্সি চুরি হয়েছে। সই করা জুভেন্টাসের একটি জার্সির দাম হতে পারে ২০০ ইউরো। লিসবনের মাঠে স্পেনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলেন সিআর সেভেন।
[আরও পড়ুন-গৃহস্থের বাড়ির উঠান থেকে ২৭ টি বিষধর কেউটে উদ্ধার]
জানা গিয়েছে যে, লকডাউনের পুরো ছুটি পরিবারকে নিয়ে এই বাড়িতেই কাটিয়েছেন সিআরসেভেন। জর্জিনা রদ্রিগেজ এবং ছেলেমেয়েদের নিয়ে এই বাড়িতেই কাটিয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বাড়িরই এক কর্মী ভুল করে গ্যারেজের দরজা খুলে রেখেছিলেন। সেই দরজা দিয়েই নাকি চোর ঢুকেছিল বাড়িতে। আরও জানা গিয়েছে যে, সিসিটিভি ক্যামেরায় চোরকে চিহ্নিত করা হলেও এখনও তাকে গ্রেফতার করা যায়নি।