
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিধিনিষেধ সঠিকভাবে পালন করা হয়নি। তার ফলেই চেন্নাই সুপার কিংস শিবিরে হানা দিয়েছে মারণ ভাইরাস। ইতিমধ্যেই দলের দুই ক্রিকেটার দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড় সহ দুই কর্মকর্তা, সোশ্যাল মিডিয়া টিমের কিছু ম্যানেজার ও কয়েকজন নেট বোলার করোনা পজিটিভ হয়েছেন। এই আতঙ্কেই সম্ভবত ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন চেন্নাই সুপার কিংসের সহ অধিনায়ক সুরেশ রায়না। তিনি দেশে ফিরে আসছেন। তবে সূত্রের খবর, তাঁর এক নিকটাত্মীয় নাকি খুন হয়েছেন। তাই দেশে ফিরছেন রায়না। বিষয় যাই হোক, চেন্নাই সুপার কিংস গভীর সঙ্কটে পড়ে গেছে।
করোনা বিধিনিষেধকে হালকাভাবে নেওয়ায় চেন্নাই সুপার কিংসের উপর ক্ষোভে ফেটে পড়েছে অন্য ফ্রাঞ্চাইজিগুলি। ইতিমধ্যেই বিসিসিআইয়ের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে বাকি ফ্রাঞ্চাইজিরা। দুবাই উড়ে আসার আগে কেন চেন্নাইতে ৬ দিনের শিবির করা হল, সেকথা সিএসকে–র কাছে জানতে চেয়েছে বাকি ফ্রাঞ্চাইজিগুলি। বোর্ডকেও চাপ দেওয়া হয়েছে। যাতে চেন্নাইয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। সমস্ত দলের ক্রিকেটাররা যেখানে মাস্ক, পিপিই কিট পড়ে বিমানে উঠেছিলেন। সেখানে চেন্নাইয়ের শিবিরে রায়নাদের ন্যূনতম সামাজিক দূরত্বটুকু মানতে দেখা যায়নি।
পরিস্থিতির চাপে পড়ে চেন্নাই সুপার কিংস সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘চেন্নাইয়ে শিবিরের পরিকল্পনা ছিল ধোনির।’ চেন্নাই শিবিরে যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।