fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পলাতক অভিযুক্ত! মৃতা মেয়ের ছবি নিয়ে থানায় বিক্ষোভ মায়ের

মিল্টন পাল,মালদা: মৃত মেয়ের ছবি নিয়ে প্রেমিকের শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানিয়ে থানায় দ্বারস্থ হলেন মা। ঘটনায় সামিল হন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে সোমবার মালদার চাঁচোল থানায়।যদিও এই ঘটনার অভিযোগের সঠিক তদন্ত করা হচ্ছে বলে চাঁচল থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৯ আগস্ট বছর ১৭-র সুমি বর্মন  নামে একাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চাঁচোলের ঘোষপাড়া এলাকায়। আত্মঘাতী ছাত্রীর কাছ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। তাতে পরিষ্কার ভাবে লেখা ছিল তার মৃত্যুর জন্য প্রেমিক বিশ্বজিৎ মন্ডল দায়ী। এই ঘটনার পর অভিযুক্ত প্রেমিক বিশ্বজিৎ ঘোষের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকেরা। কিন্তু ঘটনার ১৬ দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করছে না বলে অভিযোগ। তাই এদিন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মৃত ছাত্রীর পরিবারের লোকেরা চাঁচল থানায় এসে প্রতিবাদ জানান।

মৃত ছাত্রীর মা পারুল বর্মন বলেন, “আমার মেয়েকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছিল অভিযুক্ত প্রেমিক বিশ্বজিৎ ঘোষ। ওর হাত থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেই সুইসাইড নোটে অভিযুক্ত প্রেমিক বিশ্বজিৎ ঘোষের নাম লেখা ছিল। মৃত্যুর জন্য তাকে দায়ী করেছে আমার মেয়ে। এই ঘটনার পর চাঁচোল থানা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু ১৬ দিন পেরিয়ে গেল অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ”।

চাঁচল থানার আইসি পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার অভিযোগের মামলা রুজু করা হয়েছে।তদন্তের পাশাপাশি অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Related Articles

Back to top button
Close