fbpx
আন্তর্জাতিককলকাতাগুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গবাংলাদেশহেডলাইন

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান, আগামী সপ্তাহে আছড়ে পড়ার পূর্বাভাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। শোনা যাচ্ছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। আগামী ২০ মে আছড়ে পড়তে পারে। জানা যাচ্ছে, আপাতত আম্ফান একটা জায়গায় থিতু হয়ে নিজের শক্তি বাড়িয়ে তুলছে। তারপরেই তাণ্ডব চালাবে।

প্রায় দশ দিনেরও বেশি সময় ধরে সাগরে একই জায়গায় অবস্থান করছে সে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে (মঙ্গল-বুধবার) পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছ অতিক্রম করে এটি। আঘাত হানতে পারে বাংলাদেশেও। আম্ফান এ বছরের প্রথম ঘূর্ণিঝড়। তবে আম্ফানের গতিমুখ ও অভিমুখ নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা। আগামী তিনদিনের মধ্যে এটির অবস্থান আরও স্পষ্ট হবে বলে মনে করছেন তারা৷

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। ক্রমশ সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। এটি পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী মঙ্গলবার দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়টি।

এমনকী ঘূর্ণিঝড় ফণি যেখানে স্থলভাগে প্রবেশ করেছিল ঠিক সেখানেই আঘাত হানতে চলেছে আম্ফান। যার ফলে ভারতের ওড়িশার উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। আগামী ২০ মে বুধবার পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে ঝড়টি।

এছাড়া বাকি ২টি পূর্বাভাস অনুসারে আম্ফান আঘাত হানবে বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমারের রেঙ্গুনের মধ্যে আরাকান প্রদেশের কোনও অংশে।

Related Articles

Back to top button
Close