কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন
ধেয়ে আসছে সাইক্লোন ‘সিত্রাং’, গতিপথ কোনদিকে?

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ফের সাইক্লোনের পূর্বাভাস! শীতের মধ্যেই দু’দিন ছাড়াই বৃষ্টি থেকে ঝোড়ো হাওয়ার তাণ্ডব সহ্য করেছে বঙ্গবাসী। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল লক্ষ্য করে ফের নতুন একটি সাইক্লোন হানার আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার নাম হল সিত্রাং। থাইল্যান্ড এর নামকরণ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই ঝড় উপকূলভাগে আছড়ে পড়তে পারে মার্চের শেষ সপ্তাহে৷ ঝড়ের ১৫০ কিলোমিটার অবধি গতি হতে পারে।
ইন্দোনেশিয়ার বান্দা আচে উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বাড়িয়ে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যেতে পারে৷ তবে এখনই কোন দিকে এই সাইক্লোন ধেয়ে আসবে এখনই কিছু জানানো হয়নি। বঙ্গোপাসাগরে প্রবেশের পর শক্তিবৃদ্ধি হওয়ার পর পশ্চিমবঙ্গ -ওড়িশা অভিমুখে যেমন এই ঝড় আসার সম্ভবনা রয়েছে, তেমনি এটা চলে যেতে পারে বাংলাদেশ উপকূলেও৷