
মেষ: ইতিবাচক পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটিতে বিশেষ বিশেষ কয়েকটি ক্ষেত্রে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে উৎসাহ ও অনু প্রেরণা। নিকটজনদের সঙ্গে হৃদ্যতা গভীর হবে। আর্থিক স্থিতি আশাপ্রদ। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। লগ্নি করতে পারেন।
বৃষ: নানাবিধ প্রতিকূলতায় দিনটিতে কলহে জড়িয়ে পড়াবার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে নানা অসুবিধা। সাংসারিক জীবনে মতভেদ। নিকটজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা আবশ্যক। আর্থিক স্থিতি পূর্ববৎ। ব্যবসা বাণিজ্যে জটিলতা। লগ্নিতে বিরত থাকুন।
মিথুন: নানাপ্রকার পরিস্থিতিগত কারণে দিনটি চিন্তার মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে স্মঝোতার মধ্যদিয়ে চলতে হবে। নিকতজনদের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক স্থিতিতে বাধা। ব্যবসা বাণিজ্যে নানা সমস্যা। লগ্নিতে বাধা নেই।
কর্কট: বিভিন্নপ্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি বহুবিধ সুযোগ লাভের সম্ভবনা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে মোটামুটি ভালো। সাংসারিক জীবন একপ্রকার। নিকটজনদের সঙ্গে সৌহার্দের প্রসার। আর্থিক স্থিতিতে উন্নতি। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। লগ্নি করুন।
সিংহ: অবস্থাগত পরিস্থিতির প্রতিকূলতায় দিনটি দুঃখ কষ্টের ও ক্লেশের মধ্য দিয়ে কাটবার আশঙ্কা। স্বাস্থ্যগত পরিস্থিতিতে চিন্তা ও উদ্বেগ। সাংসারিক জীবনে সমস্যার কারণ ঘটতে পারে। নিকটজনের সঙ্গে যোগসূত্র বজায় রেখে চলা আবশ্যক। আর্থিক স্থিতিতে সমস্যা। ব্যবসা বণিজ্যে বাধা। লগ্নিতে বিরত থাকুন।
কন্যা: অনুকূল পরিস্থিতিগত যোগাযোগে দিনটিতে লাভবান হওয়ার যোগ রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে আনন্দ উৎসাহ ও অনুপ্রেরণা। নিকটজনের সঙ্গে হৃদ্যতা নিবিড় হবে। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। লগ্নি করতে পারেন।
তুলা: প্রতিকূল পরিস্থিতিগত কারণে দিনটি চিন্তার মধ্য দিয়ে কাটবার আশঙ্কা। স্বাস্থ্যগত পরিস্থিতিতে নানা সমস্যা। সাংসারিক জীবনে বহুবিধ অসুবিধা। নিকটজনের সঙ্গে তর্কবিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক স্থিতি পূর্ববৎ। ব্যবসা বাণিজ্য যথাযথ। লগ্নি করতে পারেন।
বৃশ্চিক: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে দিনটিতে নিন্দিত হওয়ার আশঙ্কা দৃষ্ট হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত। সাংসারিক জীবনে অম্লমধুর পরিবেশ। নিকটজনের সঙ্গে ব্যবহারে ধৈর্য ও সংযম বজায় রেখে চলুন। আর্থিক স্থিতিতে চিন্তা। ব্যবসা বাণিজ্যে সমস্যা। লগ্নিতে বিরত থাকুন।
ধনু: গ্রহ নক্ষত্রের অনুকূল পরিস্থিতি সন্নিবেশে দিনটি শুভ এবং কল্যাণপ্রদ। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে প্রেম প্রীতি ও ভালোবাসা। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতা নিবিড় হবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে উন্নতি। লগ্নি করতে পারেন।
মকর: বিপরীত পরিস্থিতিগত কারণে দিনটিতে পীড়িত হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সাবধানতা। সাংসারিক জীবনে বহুবিধ অসুবিধা। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে চলা আবশ্যক। আর্থিক স্থিতি একপ্রকার। ব্যবসা বাণিজ্যে বাধা। লগ্নিতে বিরত থাকুন।
কুম্ভ: প্রতিকূল পরিস্থিতিগত কারণে দিনটিতে বুদ্ধি বিভ্রমের আশঙ্কা দৃষ্ট হচ্ছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সামান্য অবনত। সাংসারিক জীবনে মতভেদ। নিকটজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। আর্থিকস্থিতিতে বাধা। ব্যবসা বাণিজ্যে সমস্যা। লগ্নি করবেন না।
মীন: ইতিবাচক পরিস্থিতিতে বিঘ্ন ঘটায় শান্তির অভাব আশঙ্কা। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চলা আবশ্যক। নিকটজনদের সঙ্গে যোগসূত্র মধ্য দিয়ে চলা আবশ্যক। আর্থিকস্থিতিতে উন্নতি আশা। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। লগ্নিতে বিরত থাকুন।