fbpx
অন্যান্যরাশিফলহেডলাইন

বৃহস্পতিবার দিনটি কেমন যাবে। ২২ অক্টোবর ২০২০

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আপনার বৃহস্পতিবার দিনটি কেমন যাবে জেনে নিন…

 

মেষ: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে বিশেষ কোনও প্রাপ্তি লাভের সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সন্তুষ্টি। সাংসারিক জীবনে সুখ ও সমৃদ্ধি। নিকটজনদের সঙ্গে প্রীতির সম্পর্ক অটুট থাকবে। আর্থিক স্থিতি আশাপ্রদ। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। লগ্নি করুন।

 

বৃষ: বিবিধ পরিস্থিতিগত কারণে দিনটি চিন্তা ভাবনার মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সাবধানতা আবশ্যক। সাংসারিক জীবনে ধৈর্য ও সংযম বজায় রেখে চলুন। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। আর্থিক স্থিতি একপ্রকার। ব্যবসা বাণিজ্যে যথাযথ। লগ্নিতে সাবধানতা।

 

মিথুন: নানাপ্রকার পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটিতে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে আনন্দ ও উৎসাহ। নিকটজনদের সঙ্গে সম্প্রীতি বজায় থাকবে। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। লগ্নি করতে পারেন।

 

কর্কট: বহুবিধ পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি অত্যন্ত লাভজনক। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামুলকভাবে ভালো। সাংসারিক জীবনে আনন্দ ও প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে সৌহার্দ বজায় থাকবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে উন্নতি ও প্রসার। লগ্নিতে বাধা নেই।

 

সিংহ: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে দিনটি কষ্টকর চিন্তার মধ্য দিয়ে কাটবার আশঙ্কা। কায়িক এবং মানসিক স্বাস্থ্যগত বিষয়ে বিশেষ যত্নশীল হওয়া আবশ্যক।  সাংসারিক জীবনে সমঝোতার মাধ্যমে চলা ভালো। নিকটজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক স্থিতিতে চিন্তা। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। লগ্নিতে বিরত থাকুন।

 

কন্যা: অসুবিধাজনক পরিস্থিতিগত কারণে দিনটিতে ব্যধিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সাবধানতা আবশ্যক। সাংসারিক জীবন গতানুগতিক। নিকটজনদের সঙ্গে সংযোগসূত্র বজায় রেখে চলতে হবে। আর্থিক স্থিতি একপ্রকার। ব্যবসা বাণিজ্যে সমস্যা। লগ্নি করবেন না।

 

তুলা: বিপরীত পরিস্থিতিগত কারণে বুদ্ধিভ্রংশ হওয়ার আশঙ্কা দৃষ্ট হচ্ছে। দৈহিক এবং মানসিক স্বাস্থ্যগত বিষয়ে সাবধানতা অতি আবশ্যক। সাংসারিক জীবন একপ্রকার। নিকটজনদের সঙ্গে ব্যবহারে সংযত থাকা প্রয়োজন। আর্থিক স্থিতি পূর্ববৎ। ব্যবসা বাণিজ্যে জটিলতা। লগ্নি না করাই ভালো।

 

বৃশ্চিক: পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটিতে মান সন্মান লাভের বিশেষ যোগ রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক  জীবনে উৎসাহ ও আনন্দ। নিকটজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। আর্থিক স্থিতি মোটামুটি ভালো। ব্যবসা বাণিজ্য চলনসই। লগ্নি করতে পারেন।

 

ধনু: বিশেষ পরিস্থিতিগত আনুকূল্যে দিনটিতে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সবিশেষ সম্ভাবনা। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে সুখ ও সম্প্রীতি। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। আর্থিক স্থিতিতে উন্নতি। ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা এবং অগ্রগতি। লগ্নিতে বাধা  নেই।

 

মকর: প্রতিকূল পরিস্থিতিগত কারণে দিনটি দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটবার আশঙ্কা। স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত। সাংসারিক জীবন গতানুগতিক। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে চলা আবশ্যক। আর্থিক স্থিতিতে চিন্তা। ব্যবসা বাণিজ্যে বাধা। লগ্নিতে বিরত থাকুন।

 

কুম্ভ: বহুবিধ পরিস্থিতিগত প্রতিকূলতায় অপযশের ভাগী হওয়ার আশঙ্কা। স্বাস্থ্যগত পরিস্থিতিতে নানা অসুবিধা। সাংসারিক জীবনে মতভেদ। নিকটজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক স্থিতিতে সমস্যা। ব্যবসা বাণিজ্যে চিন্তা। লগ্নি করবেন না।

 

মীন: অনুকূল প্রতিকূল ঘটনার সংঘাতে দিনটিতে সাবধান থাকা অতি আবশ্যক। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। সাংসারিক জীবনে সমঝোতার মাধ্যমে চলুন। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। আর্থিক স্থিতি যথাযথ। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। লগ্নি না করাই ভালো।

Related Articles

Back to top button
Close