
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আপনার শনিবার দিনটি কেমন যাবে জেনে নিন।
মেষ: বিভিন্নপ্রকার পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটি সুখে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে আনন্দ ও প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা নিবিড় হবে। আর্থিক স্থিতি যথাযথ। ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা। লগ্নি করতে পারেন।
বৃষ: পরিস্থিতিগত আনুকূল্যে দিনটি অত্যন্ত সুখে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে সুখ ও সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। আর্থিক স্থিতিতে উন্নতি। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। লগ্নি করুন।
মিথুন: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে দিনটি দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটবার আশঙ্কা। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সাবধানতা। সাংসারিক জীবনে মতভেদ। নিকটজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক স্থিতিতে বাধা। ব্যবসা বাণিজ্যে জটিলতা। লগ্নিতে বিরত থাকুন।
কর্কট: ইতিবাচক পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটিতে বিভিন্ন ক্ষেত্রে জয়ী হওয়ার বিশেষ যোগ রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সন্তুষ্টি। সাংসারিক জীবনে আনন্দ ও প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে সুসম্পর্ক অটুট থাকবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে উন্নতি। লগ্নি করুন।
সিংহ: নানাপ্রকার ইতিবাচক যোগাযোগে দিনটিতে সুখ্যাতি লাভের যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে আনন্দ ও অনুপ্রেরণা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। আর্থিক স্থিতিতে উন্নতির আশা। ব্যবসা বাণিজ্যে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। লগ্নি করতে পারেন।
কন্যা: বহুবিধ পরিস্থিতিজনিত আনুকূল্যে মিত্র লাভের যোগ রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি নিজের মোটামুটি ভালো থাকলেও আপনজন কারও স্বাস্থ্য সম্পর্কে চিন্তা। সাংসারিক জীবন যথাযথ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতা বজায় থাকবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে উন্নতি। লগ্নি করুন সাবধানে।
তুলা: বিবিধপ্রকার ঘটনার সংঘাতে দিনটি চিন্তার মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি তেমন ভালো নয়। সাংসারিক জীবন একপ্রকার। নিকটজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক স্থিতি যথাযথ। ব্যবসা বাণিজ্যে সমস্যা। লগ্নিতে বিরত থাকুন।
বৃশ্চিক: পরিস্থিতিগত প্রতিকূলতায় দিনটিতে মান সন্মান বাচিয়ে চলা কঠিন হতে পারে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে মতভেদ। নিকটজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। আর্থিক স্থিতিতে সমস্যা। ব্যবসা বাণিজ্যে জটিলতা। লগ্নি করবেন না।
ধনু: পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটিতে অর্থ ও বিত্ত সম্পদ লাভের বিশেষ যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে সুখ ও প্রীতিপূর্ণ বাতাবরণ। নিকটজনদের সঙ্গে সৌহার্দ বজায় থাকবে। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি। ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা এবং অগ্রগতি। লগ্নি করুন।
মকর: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে দিনটি মোটেই সার্থক নয়। স্বাস্থ্যগত পরিস্থিতিতে চিন্তা এবং উদ্বেগ। সাংসারিক জীবনে ধৈর্য ও সংযন রক্ষা করে চলা আবশ্যক। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে চলুন। আর্থিক স্থিতিতে বাধা। ব্যবসা বাণিজ্যে জটিলতা। লগ্নিতে বিরত থাকুন।
কুম্ভ: বহুবিধ পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে নানাপ্রকার উৎসাহমূলক কাজে ব্যস্ত থাকার যোগ রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি অনুকূল। সাংসারিক জীবনে আনন্দ ও প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। আর্থিক স্থিতি যথাযথ। ব্যবসা বাণিজ্যে উন্নতি। লগ্নিতে বাধা নেই।
মীন: বিভিন্নপ্রকার পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সন্তুষ্টি। সাংসারিক জীবনে আনন্দ সুখ ও শান্তি। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতা নিবিড় হবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে উন্নতি। লগ্নি করতে পারেন।