
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন।
মেষ: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি অতি মনোরম পরিবেশে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে আনন্দ ও প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতা গভীর হবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা। লগ্নি করুন।
বৃষ: বিবিধপ্রকার পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটি আনন্দের মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে সুখ ও আনন্দ। নিকটজনদের সঙ্গে সৌহার্দ্য বজায় থাকবে। আর্থিক স্থিতিতে উন্নতি। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও নতুন দিশা। লগ্নি করতে পারেন।
মিথুন: গ্রহ নক্ষত্রের অনুকূল সন্নিবেশে দিনটি শুভ ও কল্যাণপ্রদ। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সন্তুষ্টি। সাংসারিক জীবনে প্রেম, প্রীতি ও ভালোবাসা। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতা নিবিড় হবে। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি। ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা। লগ্নিতে বাধা নেই।
কর্কট: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ ও স্বস্তিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। আর্থিকস্থিতিতে উন্নতি। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। লগ্নি করুন।
সিংহ: পরিস্থিতিগত প্রতিকূলতায় আর্থিকভাবে অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সাবধানতা। সাংসারিক জীবন গতানুগতিক। নিকটজনদের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। আর্থিকস্থিতিতে সমস্যা। ব্যবসা বাণিজ্যে বাধা। লগ্নিতে বিরত থাকুন।
কন্যা: বহুবিধ পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটি লাজজনক। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ ও শান্তি। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। আর্থিকস্থিতিতে সমৃদ্ধি। ব্যবসা বাণিজ্যে উন্নতি। লগ্নি করতে পারেন।
তুলা: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে চৌর্য ভয় দৃষ্ট হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সতর্ক থাকা আবশ্যক। সাংসারিক জীবন পূর্ববৎ। নিকটজনদের সঙ্গে যোগাযোগে অব্যাহত থাকবে। আর্থিকস্থিতি যথাযথ। ব্যবসা বাণিজ্যে সমস্যা। লগ্নিতে বিরত থাকুন।
বৃশ্চিক: প্রতিকূল পরিস্থিতিগত কারণে দিনটি অপযশের ভাগী হওয়ার আশঙ্কা দৃষ্ট হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে সমঝোতার মাধ্যেমে চলা আবশ্যক। নিকটজনদের যোগাযোগ অব্যাহত রাখার জন্য সচেষ্ট থাকতে হবে। আর্থিকস্থিতিতে চিন্তা। ব্যবসা বাণিজ্যে বাধা। লগ্নিতে বিরত থাকুন।
ধনু: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি উৎসাহিতভাবে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি অপেক্ষাকৃত ভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ ও সমৃদ্ধি। নিকটজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। আর্থিকস্থিতিতে অগ্রগতি। ব্যবসা বাণিজ্য আশাপ্রদ। লগ্নি করতে পারেন।
মকর: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে দিনটিতে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত। সাংসারিক। জীবনে মতভেদ। নিকটজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলা আবশ্যক। আর্থিকস্থিতিতে চিন্তা। ব্যবসা বাণিজ্যে সমস্যা। লগ্নিতে বিরত থাকুন।
কুম্ভ: নানাবিধ পরিস্থিতিজনিত আনুকূল্যে চিন্তা মুক্ত হওয়ার শুভ কাজে মনযোগ কেন্দ্রীভূত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ ও আনন্দ। নিকটজনদের সঙ্গে সৌহার্দ্য গভীর হবে। আর্থিকস্থিতিতে অগ্রগতি।ব্যবসা বাণিজ্যে উন্নতি ও ব্যাপ্তি। লগ্নি করতে পারেন।
মীন: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে শুভ কাজে মনোযোগ কেন্দ্রীভূত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ ও আনন্দ। নিকটজনদের সঙ্গে সৌহার্দ্য গভীর হবে। আর্থিকস্থিতিতে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে উন্নতি, ব্যাপ্তি। লগ্নি করতে পারেন।