নতুন আঙ্গিকে ‘ডাকাত’ এর গল্প
বিপাশা চক্রবর্তী, কলকাতা: লকডাউনে অবসর সময়ে কোনওভাবে নষ্ট না করে সাংস্কৃতিক জগতের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে নাটকের মাধ্যমে সৃজনশীলতার উন্মেষ ঘটালেন কিশোর চক্রবর্তী। এর মধ্য দিয়ে তার নিজস্ব ভাবনায় যোগেন্দ্রনাথ গুপ্তের ‘ডাকাত বাবা’ গল্পটি নতুন আঙ্গিকে পরিবেশিত হল। সম্পূর্ণ চলচ্চিত্রটি মোবাইলে তৈরি। কিশোর চক্রবর্তীর সঙ্গে তাঁকে সহযোগিতা করলেন তাঁর স্ত্রী অর্পিতা চক্রবর্তী।

চলচ্চিত্রের মধ্যে যে আঁকা আমরা দেখতে পাচ্ছি, সবই কিশোরবাবু তাঁর দক্ষ হাতে নিপূণতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
অভিনেতা ও অভিনেত্রীরা সকলেই লকডাউনের নির্দেশিকাকে মাথায় রেখে বাড়িতে থেকেই অডিও’র মাধ্যমে তাঁদের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। অভিনয় করেছেন দেবজ্যোতি দে, সোমনাথ দত্ত, সুমন্ত ভৌমিক, শিবাজী দে, অর্পিতা চক্রবর্তী, চন্দনা দাস, মাম্পি দাস ও ভাষ্যপাঠে কিশোর চক্রবর্তী।
কিশোরবাবুর কথায়, কোনও কিছু পাওয়ার আশায় আমি এই কাজ করিনি। ছোট থেকেই সৃজনশীল কাজের প্রতি আমার অনুরাগ। প্রধানত মায়ের কাছ থেকে এই ধরনের কাজে উৎসাহ পেয়েছি। বাবাও কোনওদিন নিরুৎসাহ করেননি। কাজটি রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায়-এর প্রতি উৎসর্গ করা হল।