
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। একটি দেশলাই না দেওয়ার মাশুল গুনতে হল কৃষককে। সিগারেট ধরানোর জন্য দেশলাই চেয়েছিল। আর তা দিতে রাজি না হওয়ায় ৫০ বছরের একজন দলিত কৃষককে পিটিয়ে খুন করল দুই ব্যক্তি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। এদিকে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি মৃতের পরিবারকে ৮.২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।
স্থানীয় সূত্রে খবর, কারদ গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী লালজি রাম আহিরওয়ারের থেকে সিগারেট ধরানোর জন্য দেশলাই চেয়েছিল ওই গ্রামেরই দুই বাসিন্দা যশ যাদব ও অঙ্কেশ যাদব। কিন্তু, তা দিতে রাজি হননি লালজি। আর এই নিয়ে তর্কাতর্কি চলার মাঝেই আচমকা তাঁকে লাঠি দিতে বেধড়ক মারধর করে ওই দুই ব্যক্তি। এর ফলে অচৈতন্য অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লালজি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গুনার জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন।
আরও পড়ুন: লক্ষ্য একুশ, অভাব, অভিযোগ, সমস্যা শুনতে ১ডিসেম্বর থেকে ঘরে ঘরে ‘দুয়ারে সরকার’
পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানেই মৃত্যু হয় ওই দলিত কৃষককে। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হওয়ার পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি মৃতের পরিবারকে ৮.২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছে শিবরাজ সিং চৌহানের প্রশাসন। দিল্লিতে কৃষক আন্দোলনের জেরে যখন প্রবল উত্তেজনা তৈরি হয়েছে তখন মধ্যপ্রদেশের এই ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এই প্রসঙ্গে গুনার অতিরিক্ত পুলিশ সুপার টিএস বাগেল বলেন, ‘লালজি রাম আহিরওয়ার নামে ওই কৃষক দেশলাই দিতে রাজি না হওয়ায় যশ ও অঙ্কেশ যাদব তাঁকে আক্রমণ করে। এর ফলে তিনি গুরুতর জখম হন। পরে গুনা জেলা হাসপাতালে ভরতি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে খুনের মামলা দায়ের করা হয়েছে।’