২০৪০ সাল থেকে আর কার্বন নির্গত হবে না ডালমিয়া সিমেন্ট কারখানায়

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে ২০৪০ সাল থেকে ডালমিয়া সিমেন্ট কারখানায় আর কার্বন নির্গত হবে না। প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষ্যে শনিবার এক ভার্চুয়াল সেমিনারে যোগ দেয় ভারত, আমেরিকা, ব্রিটেন, জাপান, চীন, ইতালি, ফ্রান্স, অস্ট্রিয়া সহ ৭৫ টি দেশ। এতে বক্তব্য পেশ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ২০০৫ সালের পর থেকে ভারত কার্বন নিগর্মন ২১ শতাংশ কমিয়েছে।
ডালমিয়া সিমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও মহেন্দ্র সিংহী জানান, আমাদের সকলকে জলবায়ু সংক্রান্ত এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সিমেন্টের ক্ষেত্রে ডালমিয়া পথ দেখিয়েছে ‘পরিছন্ন ও সবুজ’ একে ওপরের পরিপূরক। সিমেন্টের ক্ষেত্রে ডালমিয়া সিমেন্ট ২০১৮ সাল থেকেই তাদের ৯ টি রাজ্যের ১৩ টি কারখানায় কার্বন নির্গমন কমিয়ে এনেছে। তিনি আরও জানান, সমাজ ও পৃথিবীকে ভাল রাখতে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পুনঃব্যবহারযোগ্য শক্তিকে কাজে লাগাতে হবে।