বেকার যুবক-যুবতীদের চাকরির লক্ষ্যে তৈরি হচ্ছে ডাটা ব্যাংক: বিজেপি

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: গোটা রাজ্য জুড়ে তৈরি হচ্ছে ডাটা ব্যাংক, আর যা তৈরি করছে বিজেপি। বেকার যুবক যুবতীদের নিয়ে তৈরি হচ্ছে এই ডাটা ব্যাংক। যেখানে রাজ্য তথা জেলার যুবক যুবতীদের নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেইল আইডি থাকবে। আগামী ২০২১ এ নির্বাচনের পরই বিজেপি ক্ষমতাই আসার পরে এই ডাটা ব্যাংক ধরে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে। এ রকমই বক্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির জেলা সভাপতি মাননীয় সমিত কুমার দাস-এর। তাই জেলার প্রতিটি জায়গাতে ক্যাম্প করে চাকরির প্রতিশ্রুতি কার্ড এর ফরম ফিলাপ করা হবে খুব শীঘ্রই।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেদিনীপুরে সমিতবাবু জানান, ” জায়গায় জায়গায় ক্যাম্প করে বেকার যুবক যুবতীদের নাম-ঠিকানা, ফোন নাম্বার নিয়ে রাজ্যে ডাটা ব্যাংক তৈরি হবে। পরবর্তী সময়ে ওই মোবাইল নাম্বার ও ইমেইল আইডি ধরে তাঁদের সাথে যোগাযোগ করা হবে। কর্মসংস্থানের সুযোগ আমরা বাড়াবো।তার রোড ম্যাপ,কিভাবে কর্মসংস্থান বাড়বে আমরা তৈরি করেছি, সেই রোড ম্যাপ অনুসারে আগামী দিনে এই সরকারের পতনের পর সমস্ত বেকার যুবক-যুবতীরা যে যার যোগ্যতা অনুসারে চাকরি পাবে।”