fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাল ঠাকুরের মৃত্যু দিবসে হুগলি জেলা জুড়ে শিবসেনা হিন্দুত্বের প্রসার ও প্রচার

বাবলু বন্দ্যোপাধ্যায় ,কোলাঘাট: বাবাসাহেব ঠাকরের মৃত্যু দিবস উপলক্ষে হুগলি জেলার মহা কালিতলায় হুগলি জেলার শিবসেনা নেতৃত্বের উদ্যোগে বাল ঠাকরের মূর্তিতে মাল্যদান ও তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করল সোমবার । সোমবার ছিল বাল ঠাকুরের মৃত্যু দিবসের দিন। দিনটিকে সামনে রেখেই হুগলি জেলার শিবসেনার সভাপতি বিশ্বরূপ চৌধুরী ও নেতৃত্বরা ঘোষণা করলেন শিবসেনা হিন্দুত্বের প্রসার এবং প্রচার করতে সর্বশক্তি দিয়ে হুগলি জেলা জুড়ে প্রচার অভিযান শুরু করবেন। সেই সঙ্গে জনমত তৈরি করে হিন্দুত্বের বিকাশের লক্ষ্যে বাড়িতে বাড়িতে যাবেন।

মানুষের জনমত নেওয়ার জন্য ইতিমধ্যে কর্মীদের কাছে নির্দেশও পাঠানো হয়েছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবসেনা নেতা বিশ্বনাথ পাল, সুমন চৌধুরী, পার্থ বাগচী ,বীরেশ দাস, দিপু দাস সহ জেলা স্তরের নেতৃত্ব।
এই দিনেই জেলা সম্পাদক পার্থ বাগচীর উদ্যোগে বজরংবলি পুজোর আয়োজন করা হয়। এই পুজো কে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Related Articles

Back to top button
Close