
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এবার এবার ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য কোভ্যাকসিন টিকা ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্র। ডিসিজিআই জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। তবে কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে স্বাস্থ্য দফতর বৈঠক করবে তার পর দিনক্ষণ স্থীর হবে।
উল্লেখ্য, জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার বায়োলজিক্যাল ই-র তৈরি কর্বেভ্যাক্স ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। এতদিন পর্যন্ত ১২ বছরের বেশি শিশুদের জন্য এই ভ্যাকসিন (Vaccine) দেওয়া হত। এবার সরকারের বিশেষজ্ঞ কমিটি ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্যও ভ্যাকসিনের সুপারিশ করল। হায়দরাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার এই ভ্যাকসিন, দেশের প্রথম প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন।
দেশে করোনা সংক্রমণ উর্ধমুখী। এই নিয়ে চিন্তিত কেন্দ্র সরকার। অন্যদিকে চিনে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। চিনের রাজধানী বেজিংয়ে ফের স্থানীয়দের করোনা পরীক্ষা শুরু হয়েছে।