
যুগশঙ্খ, ওয়েব ডেস্ক:৭৯ বছর বয়সে চলে গেলেন প্রবীণ অভিনেতা অরুণ বালি। ‘থ্রি ইডিয়টস’-সহ বহু হিন্দি ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন।
শুক্রবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। ‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’— এমন বহু ছবিতে তাঁকে দেখেছেন দর্শক। যে কোনও ভূমিকাতেই তাঁর সাবলীল অভিনয় পরিচালকদের ছিল পছন্দের।