fbpx
হেডলাইন

ভাতৃদ্বিতীয়ায় দিনে কম্পিউটার সায়েন্সের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার 

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধুরা বাড়ি চলে গেলেও দিওয়ালিতে গরফার ফ্ল্যাটে রয়ে গিয়েছিলেন কম্পিউটার সায়েন্সের কৃতী ছাত্র উৎকর্ষ রাজ (২৩)। সোমবার সকালে তার এক বন্ধু ফিরে এলে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার হল। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়াল গরফা এলাকায়। মৃতের বাড়ি বিহারের মুজফ্‌ফরপুরে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
 জানা গিয়েছে, কলকাতার হেরিটেজ কলেজে উৎকর্ষ পড়তেন আর গরফার পূর্বাচলে দুই বন্ধুর সঙ্গে ভাড়ার ফ্ল্যাট বাড়িতে থাকতেন। সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন ওই ছাত্র বলে জানিয়েছে বন্ধুরা। দিওয়ালিতে সব বন্ধুরা  বাড়ী চলে গেলেও  কোনও সমস্যার কারণে  উৎকর্ষ যেতে পারেননি। সোমবার এক বন্ধুর ফ্ল্যাটে ফিরে দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের খবর দেন। তাঁরা দরজার তালা ভেঙে দেখেন, উৎকর্ষের দেহ গলায় গামছা জড়ানো অবস্থায় পাখার সঙ্গে ঝুলছে। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, শুভম গোয়েনকা এবং মোহিত চৌধুরী নামে দুই বন্ধুর সঙ্গে তিনি পূর্বাচলের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাঁরা প্রত্যেকেই হেরিটেজ কলেজের কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারের ছাত্র। শুভম এবং মোহিত দেওয়ালির সময় বাড়ি চলে যান। পাস করার পর  কোথায় চাকরি করবেন  তা নিয়ে  বন্ধুদের কাছে  মাঝে মধ্যে উদ্বেগ প্রকাশ করতেন  উৎকর্ষ। এই পড়াশোনা করার জন্য  তিনি দিওয়ালিতে বাড়ি যাননি।
 এই দিন মোহিত বেলা সাড়ে ১২টা নাগাদ জামশেদপুর থেকে কলকাতায় ফিরে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখেন। বেশ কয়েক বার দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পাওয়ায় সে প্রতিবেশীদের বিষয়টি জানান। মোহিত পুলিশকে জানিয়েছেন, সব চেষ্টার পরেও যখন দরজা কেউ খুলছেন না, তখন তিনি করাত দিয়ে তালা কাটেন। ঘরে ঢুকে দেখেন, উৎকর্ষের গলায় গামছা জড়ানো সিলিং ফ্যানের সঙ্গে তাঁর দেহ ঝুলছে। শুধু পড়াশোনা নাকি অন্য কোন মানসিক অবসাদ ছিল ওই ছাত্রের, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Back to top button
Close