fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গোয়ালপোখরে কিশোরের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

দীপঙ্কর দে, ইসলামপুর: পুকুর থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গোয়ালপোখর থানার ভারত-বাংলা সীমান্তের ঘোড়ামারা এলাকায় এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে চাপা উত্তেজনা রয়েছে। শুক্রবার রাতে খাবার খাওয়ার পর বাড়ি থেকে বেড়িয়েছিল আকাশ রায় (১৬)। তারপর সে আর ফিরে আসেনি। সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

উদ্ধার হওয়া মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও মুখে রক্ত দেখা গিয়েছে। এছাড়াও হাত ও পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখার দাগ পাওয়া গেছে। অনুমান ওই কিশোরকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে মেরে জলে ফেলে দেওয়া হয়েছে। যদিও কিশোরের পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

Related Articles

Back to top button
Close