মুন্ডেশ্বরী নদী থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
গোপাল রায়, আরামবাগ: মুন্ডেশ্বরী নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার মলয়পুর বালিয়া এলাকায়। মৃত মহিলার নাম রুমা সাঁতরা ৫০। জানা গেছে, বুধবার প্রতিদিনের মত এদিনও মুন্ডেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়েছিল রুমা সাঁতরা। তারপর থেকে সন্ধ্যা থেকে ওই মহিলা খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি ওই মহিলার।
[আরও পড়ুন- আত্মনির্ভর ভারত গড়ার জন্য কর্মীদেরই মুখ্য ভূমিকা নিতে হবে: নবারুণ নায়েক]
বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষজন মুন্ডেশ্বরী নদীর মধ্যে ওই মহিলার মৃতদেহ দেখতে পায়। এরপরই আরামবাগ থানার পুলিশকে খবর দেঅয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার প্রতিবেশীর সাথে বেশ কয়েক দিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। তারই জেরে খুন হয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।