কানাডায় ভয়াবহ ছুরি হামলা, নিহত কমপক্ষে ১০ আহত ১৫

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কানাডায় ভয়াবহ ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আরও ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। স্থানীয় সময় রবিবার কানাডার সাসকাচোয়ান প্রদেশের দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি হামলা চালালে এ ঘটনা ঘটে।
হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে ওই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশি আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশে একই সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন দুজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তাদের একজন হল দামিয়েন স্যান্ডারসন এবং অন্যজন মাইলেস স্যান্ডারসন।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাগুলো ভয়াবহ এবং হৃদয় বিদারক। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জেমস ক্রি নেশন নামে ওই অঞ্চলে প্রায় আড়াই হাজার মানুষের বাস৷ সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে৷ এছাড়াও সাসকাচেওয়ান প্রদেশের বাসিন্দাদেরও নিরাপদ স্থানে আশ্রয় নিতে আর্জি জানানো হয়েছে৷ স্থানীয় সময় সকাল ৫.৪০ মিনিট নাগাদ প্রথম হামলার ঘটনা ঘটে৷ এর পর একের পর এক স্থানীয় বাসিন্দার উপরে ছুরি দিয়ে হামলা চালায় দুই সন্দেহভাজন৷ দু’ জনের বয়স যথাক্রমে ৩০ এবং ৩১ বছর৷ তাদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ।