রবিনসন স্ট্রিটের ছায়া! উদয়নারায়নপুরে স্বামীর মৃতদেহ আগলে রাখল স্ত্রী

পাপ্পা গুহ, উলুবেড়িয়া কলকাতার রবিনসন স্ট্রীটের ছায়া এবার হাওড়ার উদয়নারায়ণপুরে। স্বামীর পচা গলা মৃতদেহ আগলে বসে থাকল মানসিক ভারসামাম্যহীন স্ত্রী। মৃতের নাম বাসুদেব সাঁধুখা (৭৫)। জানি গিয়েছে, বুধবার রাতে বাড়ি থেকে দূর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় উদয়নারায়ণপুর থানার পুলিশ।
জানা গেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাসুদেব সাধুঁখা স্ত্রীকে নিয়ে
উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর বাজারে থাকতেন। ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকতেন। বাসুদেববাবুর বাড়ির নীচে তার একটি ষ্টেশনারি দোকান ছিল। সেখানেই তিনি বসতেন। যদিও বাধ্যকজনিত কারণে দীর্ঘদিন তিনি দোকানে বসতেন না। এমনকি তার স্ত্রী মানসিক অসুস্থ হওয়ায় তিনিও অনিয়মিত দোকানে বসতেন।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গত কয়েকদিন ধরেই বাসুদেববাবুর পাশাপাশি তার স্ত্রীকে দেখা যচ্ছিল না।
মৃতদেহ এতটাই পচন ধরে গিয়েছিল তাতে আমাদের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । পুলিশের বক্তব্য ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।