ফের মেট্রোর সামনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফের মেট্রোর সামনে মরণঝাঁপ। বাঁচানো যায়নি তাঁকে। কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে দেন ওই মহিলা। সোমবার বেলা ১২.৩০ নাগাদ এই ঘটনা ঘটে। স্টেশন চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। সপ্তাহের প্রথম দিনেই এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা।
গিরিশ পার্কেই ফাঁকা করে দেওয়া হয় মেট্রোটি। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘক্ষণ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে বন্ধ রাখা হয় মেট্রো চলাচল৷ তবে দুপুর ১টা ৪০ মিনিটের পর স্বাভাবিক হয় পরিষেবা৷
সূত্রের খবর, মহিলাটি গিরিশ পার্ক মেট্রো চত্বরে অনেকক্ষণ ধরেই ইতস্তত হয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। ১২ টা বেজে ৩৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী মেট্রো গিরিশ পার্কে ঢুকতেই দ্রুত গতিতে এগিয়ে যান ওই মহিলা। কর্তব্যরত আরপিএফ-রা ঘটনা দেখা মাত্রই বাঁচাতে ছুটে যান। অন্যদিকে মেট্রোর চালকও জোরে মেট্রোর ব্রেক কষেন। তবুও শেষরক্ষা হয়নি তার। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই মেট্রোর ভিতর ঢুকে যান তিনি, প্রত্যক্ষদর্শী সূত্রে খবর।
তবে মৃতার নাম পরিচয় জানা যায়নি।