পশ্চিমবঙ্গহেডলাইন
মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু, বিক্ষোভ স্থানীয়দের

সুব্রত মুখোপাধ্যায়, সাঁইথিয়া: চুরির ঘটনায় গ্রেফতার হওয়া ১৪ বছরের এক নাবালকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে ব্যাপক ক্ষোভ প্রদর্শন করে মল্লারপুরের মানুষ। গত চারদিন আগে কালু বাউড়ী নামে ওই নাবালক ছেলেটিকে চুরির অপরাধে গ্রেফতার করে লকআপে পুরে দেয় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেটি শৌচাগারে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। কিন্তু মৃতের পরিবার একথা মানতে নারাজ।
শুক্রবার স্থানীয় বিজেপি সমর্থকেরা এর প্রতিবাদে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপির রাজ্য কমিটির সদস্য অর্জুন সাহার দাবি, মৃত কালু বাউড়ীর পরিবার বিজেপি সমর্থক হওয়ায় শাসকদল চক্রান্ত করে কালুর নামে অপবাদ দিয়ে থানায় কেস দেয়। সেখানে পুলিশকে দিয়ে অকথ্য অত্যাচার করিয়ে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দিয়েছে।