নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তুষারকান্তি কোলে। তাঁর মৃত্যুতে টুইট করে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার টুইটে তিনি লিখেছেন, ‘ কোভিড মোকাবিলায় আমাদের পুলিশ এবং মেডিক্যাল, প্যারামেডিক্যাল কর্মীরা নিজেদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আমাদের সুরক্ষিত রেখেছেন। এই ধরনের একজন যোদ্ধাকে হারানোও হৃদয়বিদারক। সরকার এবং সমাজের উচিত এঁদের পরিবারের পাশে থাকা।’
আরও পড়ুন: মানিব্যাগে ভরে তো আর গরু পাচার হয়নি! তৃণমূল ও পুলিশকে নিয়ে বিস্ফোরক অধীর
প্রসঙ্গত এর আগে বিভিন্ন টুইটে রাজ্যপাল পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন। কিন্ত এদিন হরিদেবপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তুষার কান্তি কোলের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর রাজ্যপাল টুইট করে পুলিশের প্রতি সহমর্মিতা প্রকাশ করে নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।