ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুই ভিন্ন রাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের
কৌশিক অধিকারী, বহরমপুরঃ ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মুর্শিদাবাদ জেলার ডোমকলের পর এবার সামশেরগঞ্জ ও সুতি। লক ডাউনের মধ্যে দুইজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও সুতিতে। উড়িষ্যার শোনপুর জেলায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে মানসিক অবসাদে বাথরুমের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত ওই যুবকের নাম বকুল সেখ, বয়স ২৪। তার বাড়ি সামসেরগঞ্জের কোহেতপুর গ্রামে। অন্যদিকে কেরালার রাজমিস্ত্রীর কাজে গিয়ে মৃত হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতর নাম সফিকুল সেখ বয়স ৩৩। জানা গিয়েছে, লকডাউনে কাজ বন্ধ তাই অন্যদের জন্য বাজারে সবজি কিনতে গিয়েছিল, তখন পুলিসের তাড়া দেয় বলে অভিযোগ। পুলিসের তাড়া খেয়ে পালাতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়।
মৃত বকুল সেখের পরিবারের সদস্যরা জানিয়েছেন , গত চার মাস আগেই রাজমিস্ত্রীর কাজ করতে উড়িষ্যার শোনপুর জেলার বনকা থানার সিংহীজুবা নামক স্থানে গিয়ে ছিলেন। বাড়িতে বলে ছিলেন ঈদের আগেই বাড়ি ফিরে আসবেন। ঈদের আগে বাড়ি আসার কথা থাকলেও লকডাউনে কার্যত বেজায় সমস্যায় পড়েন শ্রমিকরা । একদিকে লকডাউনে বন্ধ কাজ, অন্যদিকে বাড়ি না আসতে পাওয়ার চিন্তা। ক্রমশ বাড়ছিল হতাশা ফলে বাড়ছিল মানসিক অবসাদও। এরই মাঝে শনিবার সকালে বাথরুমে প্রবেশ করেই পরে গিয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। বাড়িতে খবর আসতেই কার্যত বাড়িতে কান্নার রোল নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন । অন্যদিকে মৃতদেহ কিভাবে ফিরে আসবে তা নিয়ে উৎকন্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা ।
শনিবার ডোমকলে পরিযায়ী শ্রমিকের মৃত্যু পর রবিবার সকালে সামশেরগঞ্জে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।