নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। একটি যুগের অবসান হল। একটি উজ্জ্বল বর্ণময় চরিত্র আমাদের ছেড়ে চলে গেলেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি দেশ মায়ের সেবা করেছেন। তাঁর পাঁচ দশকের বেশি কার্যকালে তিনি নৈপুণ্যের নিদর্শন রেখেছেন। জাতি তার শ্রেষ্ঠ এক সন্তানকে হারিয়ে শোকাহত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমি তাঁর পরিবার, পরিজনদের গভীর সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন: অভিভাবকের মতো ছিলেন: দিলীপ ঘোষ