fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বগটুই কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯, মৃত নাজেমা বিবি

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বগটুই কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। গতকালই হার্ট ফেল করে মৃত্যু হয়েছে নাজেমা বিবির। ৬০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় রামপুরহাট হাসপাতালে গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন নাজেমা বিবি। রাতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত নাজেমা বিবি সোমবার সকালে রামপুরহাট হাসপাতালে মারা যান। রবিবার তদন্তের স্বার্থে তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই আধিকারিকরা।

গত ২১ তারিখ রাতে বগটুই গ্রামে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন করা হয়। এরপরই শেখলাল শেখের বাড়িতে হামলা চলে বলে অভিযোগ।  বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। শেখলালের স্ত্রী নাজেমা বিবি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। তাঁকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। আহত নাজেমার চিকিৎসার খরচ বাবদ ১ লক্ষ টাকা তুলে দেন। তবে সোমবার সকালেই মৃত্যু হয় নাজেমার।

প্রসঙ্গত, রবিবার সিবিআই তদন্তকারী দল হাসপাতালে জন। রেকর্ড করা হয় নাজেমা বিবির বয়ান। সেখানেই তাঁর উপর অত্যাচারের কথা জানান নাজেমা।

 

 

Related Articles

Back to top button
Close