fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

কমল টেস্ট, কমল সংক্রমণ! ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২৬৭১, সুস্থ ২৭৩০, মৃত ৪৮

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুস্থতার সঙ্গে সামঞ্জস্য রাখতে রাজ্যে কি কমিয়ে দেওয়া হচ্ছে টেস্টের সংখ্যা? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ২৬৭১ জনের, সুস্থ হয়েছেন ২৭৩০ জন আর মৃত্যু হয়েছে ৪৮ জনের। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.২৩ শতাংশে।

সোমবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ২৬৭১ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮৩৪৮৪ জন। এদিন আরও ৪৮ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৮৪২৪ জনের। ২৪ ঘন্টায় আরও ২৭৩০ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৪৫০৭৬২ জন।

এদিনও অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৮৪২ জন, উত্তর ২৪ পরগনাতে ৮৫৫ জন, হুগলিতে ১১০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৩৬ জন, হাওড়ায় ১৪৫ জন, নদিয়ায় ১১১ জন, দার্জিলিংয়ে ৭৫ জন সুস্থ হয়েছেন। এদিনও ফের হাসপাতালে রোগীর সংখ্যা কমে গিয়েছে ১০৭ জন। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪২৯৮ জন।

এখনও পর্যন্ত রাজ্যের ৯৫ টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ৫৮৭২৯৩৩ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৮১৭৮ জনের। রাজ্যের ১০১ টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৪৪ টি সরকারি এবং ৫৭ টি বেসরকারি হাসপাতালে মোট ১৩৫০৮ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১৮০৯ জনের। ভেন্টিলেটর রয়েছে ১০৯০ টি। তার মধ্যে মাত্র ২৭.৯১ শতাংশ বেডে রোগী ভর্তি আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৯২১৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৯৬৩৫২৪ জনকে। রাজ্যের ২০০ টি সেফ হোমে ১১৫০৭ টি বেড রয়েছে এবং তাতে ৭৮১ জন রোগী রয়েছেন।

এদিনের মৃত্যু হিসেবে বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৪৮ জনের। তার মধ্যে এ দিন কলকাতায় ১২ জন, উত্তর ২৪ পরগনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নদীয়া পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় ৩ জন করে, মালদা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করে আর দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে আরও ২১ রোগীর মৃত্যু হয়েছে। এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৭৩৬ জন, উত্তর ২৪ পরগনায় ৬৭৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৬৫ জন, নদিয়ায় ১৫৩ জন, হুগলিতে ৯৬ জন, হাওড়ায় ১৪৫ জন আর দার্জিলিংয়ে ৪৯ জনের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

Related Articles

Back to top button
Close