নিবেদিত প্রাণ নিবেদিত ভূমি, অসহায়দের ত্রাতা স্বজনভূমি

শ্যামল কান্তি বিশ্বাস : শুরুটা কয়েক বছর আগে থেকেই। ঘাত প্রতিঘাতে, নানা উত্থান পতনের মধ্যদিয়ে এবং আজ তারা বঙ্গজয়ী। বগুলা সহ হাঁসখালি থানা এলাকার একাধিক গ্ৰাম সমূহে করোনা ভাইরাস সংক্রমণ প্রেক্ষাপটে লকডাউন বলবৎ হওয়ার পর থেকে অসহায় কর্মহীন দের পরিষেবা প্রদানে অনন্য নজির সৃষ্টিকারী সেবা প্রতিষ্ঠান স্বজনভূমি। সর্বহারা মানুষজনদের পাশে দাঁড়ানোয় তাগিদ, প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীদের কুঁড়ে কুঁড়ে খেয়েছে। নিজেদের পরিবারবর্গ সহ প্রিয়জনদের মায়ার বন্ধন কে উপেক্ষা করে, নিজেদের জীবন বাজি রেখে নাড়ির টানে, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নদীয়া জেলা জয় করে পাড়ি দিয়েছে সুদূর দক্ষিণ ২৪ পরগনা।
আমফান বিদ্ধস্ত অসহায় পরিবারগুলির সাহায্যার্থে পাথর প্রতিমা ব্লকের শ্রী নারায়নপুর গ্ৰাম পঞ্চায়েত। এলাকার সহস্রাধিক সর্বহারা পরিবারগুলির ত্রাতা হিসাবে পাশে দাঁড়িয়েছে বগুলার এই মানবিক সংগঠন স্বজনভূমি। দিলীপ সরকার ও তার সহধর্মিণীর ঐকান্তিক প্রচেষ্টায় শুরুটা করলেও আজ সদস্য-সদস্যা সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক।
কোভিড-১৯ নদিয়া জেলার ত্রাণ সমন্বয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে বগুলা মহাকাল সেবাশ্রমের নির্দেশিকা অনুযায়ী সুদূর দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের শ্রী নারায়নপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকার বিস্তির্ণ অঞ্চলে পাড়ি দিয়েছিল এই প্রতিষ্ঠানটি। এলাকার সর্বহারা মানুষজনের সাহায্যার্থে ঝাঁপিয়ে পড়ে অন্ন,বস্ত্র সহ আনুসঙ্গিক ব্যবহার্য সামগ্রী বিতরনের মধ্যদিয়ে সাধ্যমতো চেষ্টা করেছে বিদ্ধস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে। স্বজনভূমি সেবা ট্রাস্টের কর্মকান্ডে খুশি বগুলা সহ পার্শ্ববর্তী এলাকা সমূহের সর্বস্তরের নাগরিকবৃন্দ।