হরিণ উদ্ধার মথুরা আউট ডিবেশন এলাকায়

আলিপুরদুয়ার, সুমিত কার্যী: আলিপুরদুয়ার ১ নং ব্লকের চিলাপাতা রেঞ্জের মথুরা চা বাগান আউট ডিভিশন হসপিটাল এলাকায় সকাল থেকেই একটি হরিণকে দেখতে পায় স্থানীয়রা। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বনদফতরকে। ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনদফতফরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় হরিণটিকে। পরে চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
মথুরা আউট ডিভিশনের ডাক্তার সাধন সরকার বলেন, সকাল সকাল দেখতে পাওয়া যায় হরিণটিকে। চা-বাগানের অনেক মানুষ ধরার চেষ্টা করলেও পালাতে থাকে। পরে চিলাপাতা বনকর্মী এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের হত্যা ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে প্রতিটি থানা ঘেরাওয়ের ডাক
চিলাপাতা ফরেস্ট রেঞ্জ অফিসার সন্দীপ দাস বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসি। হরিণটিকে উদ্ধার করা হয়েছে। এবার আমরা চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেব।