fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

এবার করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষাসচিব, অফিস মুখো হলেন না রাজনাথ সিং!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনার হানা মোদির ক্যাবিনেট-এও। মারণ করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রতিরক্ষাসচিব অজয় কুমার। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

 

 

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই হালকা জ্বরে ভুগছিলেন পদস্থ কেন্দ্রীয় আমলা। নিজে থেকেই সম্প্রতি করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। মঙ্গলবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। প্রসঙ্গত, অজয় কুমারই প্রথম কেন্দ্রীয় আমলা, যিনি করোনা আক্রান্ত হলেন।

 

 

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি অজয় কুমারের সংস্পর্শে কারা এসেছিলেন, তা খোঁজ নিয়ে দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষত, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং নিরাপত্তা বাহিনীর তিন প্রধানের সঙ্গে অজয় কুমারের সাম্প্রতিক কোনও সাক্ষাৎ হয়েছিল কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গতকাল অফিসে যাননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । সূত্রের খবর, সচিবের করোনার খবরের পরই অফিস যাননি কেন্দ্রীয় মন্ত্রী।

 

 

এই ঘটনার পর সাউথ ব্লকের একতলায় প্রতিরক্ষাসচিবের অফিসকে জীবাণুমুক্ত করার কাজ চলছে। প্রসঙ্গত, প্রতিরক্ষাসচিবের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, নৌসেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ অফিস  রয়েছে ওই একতলাতেই।

Related Articles

Back to top button
Close