আন্তর্জাতিকক্রিকেটখেলাগুরুত্বপূর্ণহেডলাইন
ফের করোনার মারণ থাবা IPL-এ! এবার আক্রান্ত এই দলের সদস্য

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের করোনা থাবা বসাল ক্রিকেট জগতে। চেন্নাই সুপার কিংস এর পর এবার করোনা থাবা বসালো আইপিএলের অপর এক ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে। দিল্লি ক্যাপিটালস দলের সহকারি ফিজিওথেরাপিস্টের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস।
রবিবার দিল্লি ক্যাপিটালস দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুবাই পৌঁছানোর পর সেই ব্যক্তির দু’বার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই দু’বার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল তবে তৃতীয়বার করোনা পরীক্ষা হলে সেই ফলাফল পজিটিভ আসে। আপাতত তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে এরপর আরও দুবার করোনা পরীক্ষা করা হবে তার।
এছাড়া দিল্লি তরফ থেকে আরও জানানো হয়েছে, সেই ফিজিওথেরাপিস্ট দুবাই পৌঁছানোর পর দিল্লির কোন ক্রিকেটারের সংস্পর্শে আসে নি। তাই এই নিয়ে দলের মধ্যে কোনো সংশয় নেই।