fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু, বিলের টাকা যোগালেন সহ-কর্মীরা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় মৃত্যু হল এক যোদ্ধার। মৃত্যুর পর ওই চিকিৎসকের হাসপাতালে বিল হল ৩ লক্ষ ৪০ হাজার টাকা। ওই চিকিৎসকের পরিবার বিলের টাকা মেটাতে অসমর্থ হয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা। জানা গিয়েছে যে, গত ২৭ জুন বাবা সাহেব আম্বেদকর হাসপাতালের ডাঃ যোগেন্দর চৌধুরি নামে এই চিকিৎসকের দেহে করোনা ভাইরাসের হদিশ পাওয়া যায়। তাঁকে ভর্তি করা হয় সরকারি লোকনায়ক হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় স্যার গঙ্গারাম হাসপাতালে। সেখানেই টানা ১ মাস লড়াইয়ের পর মারা যান ওই চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসকের পরিবারের কাছে ৩ লক্ষ ৪০ হাজার টাকার বিল পাঠায়। চিকিৎসকের বাবা পেশায় কৃষক। সেই বিলের টাকা মেটাতে অসমর্থ চিকিৎসকের পরিবারের পাশে এসে দাঁড়ায় বাবা সাহেব আম্বেদকর হাসপাতালের চিকিৎসকদের অ্যাসোসিয়েশন। চিকিৎসকরা মিলে ২ লক্ষ ৮০ হাজার টাকা তুলে দেন ডাঃ যোগেন্দর চৌধুরির পরিবারের হাতে।

[আরও পড়ুন- ব্যয় সঙ্কোচনের লক্ষ্যে এবার ব্রিটিশ আমলের ‘ ডাক মেসেঞ্জার’ পদ বিলোপ হচ্ছে রেলে]

তাঁরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে পুরো বিষয়টি জানিয়ে একটি চিঠি লেখেন। এরপর স্যার গঙ্গারাম হাসপাতাল চিকিৎসার খরচ নিজেরাই বহন করার কথা জানাতে বাধ্য হয়। উল্লেখ্য, মধ্যপ্রদেশের শিঙ্গ্রাউলির যোগেন্দর গত বছর নভেম্বর মাসেই বাবা আম্বেদকর হাসপাতালে নিযুক্ত হন। এর আগে ৪২ বছরের এক করোনা যোদ্ধা প্রাণ হারান। তিনি দিল্লি জাতীয় স্বাস্থ্য মিশনের হয়ে কাজ করছিলেন। তাঁর পরিবারকে অরবিন্দ কেজরীবালের ঘোষণা অনুযায়ী ১ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন।

 

Related Articles

Back to top button
Close