করোনা যুদ্ধে জয়ী হয়ে কাজে ফিরলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা যুদ্ধে জয়ী হয়ে কাজে ফিরলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। প্লাজমা থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন। গত জুন মাসের শেষের দিক থেকেই সুস্থ হয়ে উঠছিলেন সতেন্দ্র জৈন। এরপর জুলাই মাসের প্রথম দিকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এরপর কয়েকদিন বাড়িতে বিশ্রাম নেওয়ার পর কাজে ফিরে আসেন তিনি।
[আরও পড়ুন- উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে মৃত্যু কমপক্ষে ৩ জনের, নিখোঁজ বহু]
সোমবার থেকে নিজ দফতরের কাজ সামলাবেন তিনি বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাজে ফেরার খবরে খুশি হয়ে তাঁকে টুইট করে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল আরও জানান যে, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করোনা মোকাবিলা করা নিয়ে আলোচনা করতেন। এমনকি হাসপাতালে ঘুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন তিনি। সেই কারণেই তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত হন বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত, রাজধানী দিল্লিতে গত কয়েকদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১১ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৭৯৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ১৩৪ জন।