fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

রাজ্যে ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২৯৮২, মৃত ৫৬, সুস্থ ৩২৮৬


অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সংক্রমণকে লাগাম পরিয়ে রাজ্যে সুস্থতার বৃদ্ধির হার অব্যাহত। টানা ৫ দিন হাসপাতালে কমল রোগীর সংখ্যা। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ২৯৮২ জনের, মৃত্যু ৫৬ জনের এবং সুস্থ হয়েছেন ৩২৮৬ জন। সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।

২৪ ঘন্টায় ২৯৮২ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৩৭৫৪ জন। এদিন আরও ৫৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৩০৭৩ জনের। ২৪ ঘন্টায় আরও ৩২৮৬ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১২৪৩৩২ জন।

এদিনও অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনাতে ৭৩০ জন, কলকাতাতে ৫৯৩ জন,
হুগলিতে ৩১১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৪১ জন, হাওড়ায় ১৮৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৩৩ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৬৩৪৯ জন। এদিনও সুস্থতার হার বেড়ে যাওয়ায় হাসপাতালে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ার বদলে কমে গিয়েছে ৩৬০ জন।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৭০ টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ১৭৫৮৭২৮ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪২১২১ জনের। রাজ্যের ৮৭ টি করোনা হাসপাতাল, ৩২ টি সরকারি এবং ৫৫ টি বেসরকারি হাসপাতালে মোট ১২০৪৫ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১২৪৩ জনের। ভেন্টিলেটর রয়েছে ৭৯০ টি। তার মধ্যে মাত্র ৩৩.৫৫ শতাংশ রোগী ভর্তি আছেন।

সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৫৩৩ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৭২০৬ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫২৯৩৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৪৫৫২৯৪ জনকে। রাজ্যের ২০০ টি সেফ হোমে ১১৫০৭ টি বেড রয়েছে এবং তাতে ১৭৬০ জন রোগী রয়েছেন।

এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। বুলেটিন অনুযায়ী এ দিন ১১ জনের মৃত্যু কলকাতায়, ১৪ জন উত্তর ২৪ পরগনায়, ৪ জন হাওড়ায়। এছাড়া দার্জিলিং, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও হুগলি তে ২ জন করে আর দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে আরও মোট ২৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এছাড়া এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনায় ৫৫৪ জন, কলকাতায় ৪২৭ জন, বীরভূমে ২১৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৯১ জন, পূর্ব মেদিনীপুরে ১৬৯ জন, জলপাইগুড়ি ১৬০ জন, নদিয়া ১৪০ জন, পশ্চিম মেদিনীপুরে ১৩৪ জন, হাওড়ায় ৯২ জনের উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিনও সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই।

Related Articles

Back to top button
Close