fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

থানার মধ্যেই সার্ভিস রিভলভার দিয়ে সহকর্মীকে গুলি করল এক কনস্টেবল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: থানার মধ্যে বচসার জেরে সহকর্মীকে গুলি করল এক কনস্টেবল। দিল্লির শাহদরার সীমাপুরি থানায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, ওই থানার দোতলায় বসে নৈশভোজ সারছিলেন আমোদ ভাদান নামে এক পুলিশ কনস্টেবল। নৈশভোজ চলাকালীন সেখানে গিয়ে পৌঁছান  রবীন্দ্র নাগর নামে এক কনস্টেবল। জানা গিয়েছে সেখানেই এই দুই কন্সটেবেলের মধ্যে বচসা বাঁধে। এই বচসা হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ সেইসময় নিজের সার্ভিস রিভলভার দিয়ে রবীন্দ্র নাগর গুলি করেন আমোদ ভাদানকে। ভাদানার বুকে গিয়ে লাগে সেই গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লি এইমসে।

 

পুলিশ সূত্র জানা গিয়েছে যে, অফিস সংক্রান্ত বিষয় এই দু’জনের মধ্যে বচসা চলছিল। সেইসময় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে দেন রবীন্দ্র নাগর। শাহদরার ডেপুটি কমিশনার অফ পুলিশ অমিত শর্মা জানিয়েছেন যে, রবীন্দ্র নাগরকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে।

Related Articles

Back to top button
Close