গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
দিল্লি দাঙ্গার চার্জশিটে সীতারাম, প্রতিবাদে কুমারগ্রামের রাস্তায় বামেরা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: দিল্লি দাঙ্গায় সিপি আই এম নেতা নেত্রীদের নামে মামলার প্রতিবাদে সি পি আই এম এর কুমারগ্রাম পুর্ব এরিয়া কমিটির উদ্যোগে রবিবার মিছিল হল বারোবিশায়।
কুমারগ্রাম পুর্ব এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত সরকার অভিযোগ “কেন্দ্রের বিজেপি সরকার এর নির্দেশে দিল্লী পুলিশ দিল্লি দাঙ্গার চার্জশিটে সিপি আই এম এর সর্ব ভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ আরও কয়েকজন নেতা নেত্রীর নাম অন্তর্ভুক্ত করে ফাসানোর চেষ্টা করছে। এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাদের মিছিল”।
প্রসঙ্গত উল্লেখ্য দিল্লি দাঙ্গা কাণ্ডে শনিবার চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। সেই চার্জশিটে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ছাড়াও আরও পাঁচ বিশিষ্ট ব্যক্তির নাম রয়েছে। তারা মূলত সমাজকর্মী দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং চিত্রপরিচালক।