যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ লকডাউনের জের, করোনা সেন্টারে পরিণত হল দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। এখানে পরিযায়ী শ্রমিকদের থাকা ও করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, বিগত তিন দিন ধরে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
সূত্রের খবর, উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ থেকে আসা শ্রমিকদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ এলে এই শ্রমিকদের বাস টার্মিনাস বা রেল স্টেশনে পৌঁছে দেওয়া হবে, যাতে এরা বাড়ি ফিরে যেতে পারেন। অবসরপ্রাপ্ত দিল্লির ক্রিকেটার কর্নেল বিজয় ভূষণ জানিয়েছেন, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামকে পরিযায়ী শিবির হিসেবে এর আগে কখনোও ব্যবহার করা হয়নি। এমনকি দেশভাগের সময়ও এখানে উদ্বাস্তুদের থাকার ব্যবস্থা করা হয়নি।
মঙ্গলবার এই স্টেডিয়াম থেকে ২০০০-২৫০০ জন শ্রমিকের শেষ ব্যাচ রওনা করিয়ে দেওয়া হয়। তারপর স্যানিটাইজ করা হয় গোটা স্টেডিয়াম। আগামী দিনে এখানে আরও শ্রমিকের থাকার ব্যবস্থা করা হতে পারে বলে জানানো হয়েছে।