fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দিল্লি হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উমর খালিদের বিরুদ্ধে, দাবি অতিরিক্ত চার্জশিটে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দিল্লি হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উমর খালিদের বিরুদ্ধে, অতিরিক্ত চার্জশিটে দাবি করল দিল্লি পুলিশ। এই চার্জশিটে অতিরিক্ত চার্জশিটে রাখা হল জেএনইউয়ের প্রাক্তন ছত্রনেতা উমর খালিদ, আইআইটির প্রাক্তন লেকচারার শার্জিল ইমামের নাম। বুধবার ফেব্রুয়ারি মাসের দিল্লি হিংসার চার্জশিটে বলা হয়েছে যে, খালিদ ও ইমাম পরিকল্পনা করে হামলাকারীদের সাহায্য করেছিল।

চার্জশিটে আরও দাবি করা হয়েছে যে, অভিযুক্তরা সেদিন দেশের আইন-শৃঙ্খলাকে ভেঙে দিয়েছিল। দিল্লির ওই ঘন বসতিপূর্ণ এলাকায় যে হিংসা ছড়ানো হয়েছিল তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় গরীব মানুষরা।

Related Articles

Back to top button
Close