বিরাট কোহলিকে গ্রেফতারের দাবি, মামলা হাইকোর্টে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গ্যাম্বলিং অর্থাৎ জুয়ার বিজ্ঞাপনে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এই অভিযোগে তাঁকে গ্রেফতারের দাবি তুলে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের হল। চেন্নাইয়ের এক আইনজীবী এই মামলা দায়ের করে। ওই আইনজীবীর দাবি, এই সমস্ত বিজ্ঞাপন দেখে জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে যুবপ্রজন্ম। এর আগেও এই ধরণের বিজ্ঞাপনে অভিনেত্রী তামান্নাকে দেখা গিয়েছিল। চেন্নাইয়ের ওই আইনজীবী দাবি করেন যে, এইসব বিজ্ঞাপনে বিরাট কোহলি, তামান্নার মতো অভিনেত্রীকে দেখা গেলে জুয়ার প্রতি আকর্ষণ আরও বেড়ে যাবে তরুণ প্রজন্মের। ওই আইনজীবীর আবেদন করেছেন যে, যত দ্রুত সম্ভব জুয়ার সমস্ত অ্যাপ যেন নিষিদ্ধ করে দেওয়া হয়।
[আরও পড়ুন- পরকীয়ার অভিযোগ, স্বামীকে কাঁধে নিয়ে ঘুরলেন স্ত্রী!]
ওই আইনজীবী দাবি করেন যে, অনলাইনে জুয়া খেলার জন্য এক তরুণ প্রচুর টাকা ধার নিয়েছিল। কিন্তু শেষমেশ তা শোধ করতে না পারায় আত্মঘাতী হয় সে। এই মামলার শুনানি আগামী মঙ্গলবার।