fbpx
অসমহেডলাইন

কোভিড অব্যবস্থা খতিয়ে দেখতে বরাকের তিন জেলায় সর্বদলীয় পর্যবেক্ষণ কমিটি গঠনের দাবি

যুগশঙ্খ প্রতিবেদন, কাটলিছড়া: কোভিড কেয়ার সেন্টারের যাবতীয় পরিষেবা নিরপেক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষনের জন্য জেলা প্রশাসনের উদ্দ্যোগে সর্বশ্রেণীর নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের দাবি জানালেন হাইলাকান্দি জেলার ছড়ারপারের বিশিষ্ট পীর আয়াতুল্লা বড়ভুইয়া। রবিবার এক বিবৃতিতে আয়াতুল্লাহ বড়ভুইয়া এ দাবি জানিয়ে বলেন, ইদানিং করোনা পরিস্থিতিতে কোভিড কেয়ার সেন্টার সহ চিকিৎসা সেবা ঘিরে বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ পাওয়া যাচ্ছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে। তাই সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে কোভিড সেবা পর্যবেক্ষণ কমিটি গঠন জরুরী বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে প্রতিনিয়ত এক আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারের ভেতর কি হচ্ছে তা নিয়ে রীতিমতো অন্ধকারে রয়েছেন সাধারণ জনগন। সরকার, প্রশাসন করোনা মোকাবিলায় কি কি পদক্ষেপ নিচ্ছে, কেয়ার সেন্টারের আভ্যন্তরীণ পরিবেশ কেমন, খাদ্য, চিকিৎসা সেবা, র‍্যাপিড এন্টিজেন টেস্ট, সোয়াব টেস্ট , মেডিক্যাল কলেজ হাসপাতালের আভ্যন্তরীণ কোভিড চিকিৎসা সেবা ইত্যাদি বিষয়ে সর্বশ্রেণীর প্রতিনিধিদের দিয়ে পর্যবেক্ষণ করানো হলে সাধারণ মানুষের ভয় ভীতি দূর হবে। ইদানিং কোভিড কেয়ার সেন্টার সহ বিভিন্ন হাসপাতালের কোভিড ওয়ার্ডের বিছানা, বাথরুম, চিকিৎসা সেবা, খাবারের মান নিয়ে রোগী সহ তাদের আত্নীয়দের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই অবিলম্বে বরাক উপত্যকার তিন জেলায় কোভিড সেবা পর্যবেক্ষণ কমিটি গঠন করার জন্য তিনি জেলা উপায়ুক্তদের আহবান জানান।

পর্যবেক্ষণ কমিটিতে অবসরপ্রাপ্ত চিকিৎসক, অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক, শিক্ষাবিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নেওয়া হলে বাস্তব চিত্র উঠে আসবে বলেও তিনি অভিমত ব্যাক্ত করেন। তাছাড়া সরকারের গঠন করা বিধানসভা ভিত্তিক কমিটিকে এক্ষেত্রে আরও তৎপর ও কার্যকর হওয়ার আহবান জানান তিনি।

Related Articles

Back to top button
Close