fbpx
পশ্চিমবঙ্গ

সীমান্তে নয়! জীবন যুদ্ধে হার মানলেন ভগবানপুরের বীর জওয়ান দীপঙ্কর

মিলন পণ্ডা, ভগবানপুর (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার কোটবাড় গ্রামের জীবন যুদ্ধে হার মানলেন দীপঙ্কর পন্ডা। তিনি ভারতীয় সেনার জওয়ান। তাঁর বয়স মাত্র ২৩। পাঞ্জাবের পাঠানকোটে টেম্পোরারি ডিউটি করতে গিয়েছিলেন দীপঙ্কর। পরিবার সূএে জানা গিয়েছে সম্প্রতি কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা বোধ করার তাঁকে দ্রুত উদ্ধার করে পাঠানকোট মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। জীবন যুদ্ধে লড়াই অবশেষে হার মানলেন পূর্ব মেদিনীপুরে ভগবানপুরের দীপঙ্কর।

তাঁকে শেষ বিদায় জানাতে ভগবানপুরের কোটবাড়ে তাঁর নিজের বাড়িতে বহু মানুষের ভিড় জমায়।  জাতীয় পতাকায় তাঁকে সম্মান জানিয়ে তাঁর শহীদ দেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় গ্রামের বাসিন্দারা। পাঠানকোট থেকে তাঁর দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য থেকে আত্মীয় পরিজনরা।শোকস্তব্ধ গোটা পূর্ব মেদিনীপুরে ভগবানপুরবাসী।নিজের বাড়িতে তাঁর শেষকৃত হয়।

Related Articles

Back to top button
Close