তৃণমূল জমানায় গণতন্ত্র রক্তাক্ত: সোমেন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল জমানায় রক্তাক্ত রাজ্যের গণতন্ত্র। তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার এক সাক্ষাৎকারে তিনি রাজ্যপাল জগদীপ ধনকরের সমর্থনে একথা বলেন। এদিন রাজ্যের পুলিশ প্রশাসনের কার্যকলাপের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা করে সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছিলেন। সেই বার্তাকে সমর্থন করে এ কথা বলেন সোমেন। তিনি বলেন, ‘এটা ঠিকই রাজ্যের গণতন্ত্র তৃণমূল রাজত্বে বার-বার রক্তাক্ত হয়েছে। রাজ্যপাল ঠিকই বলেছেন যে, পুলিশ-প্রশাসন শাসক দলের সামনের লাইনে দাঁড়িয়ে দলের কাজ করছে।’
পাশাপাশি সোমেন আরও বলেন, ‘কিন্তু রাজ্যপাল যখন পুলিশকে হুমকি দিয়ে বলেন যে তাঁদের কৃতকর্মের ফলভোগ করতে হবে। সেটাকেও গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিনা আমার জানা নেই। রাজ্যপালের ভাষাও তো বিজেপি প্রবক্তাদের ভাষার সঙ্গে মিলে যাচ্ছে! পুলিশ যদি তৃণমূল দলের হয়ে কাজ করে তবে রাজ্যপালও তো বিজেপি দলের হয়েই কাজ করছেন। দুই পক্ষের ছদ্ম- রাজনীতির লড়াইয়ে বাংলার মানুষ পিষ্ট হচ্ছেন।’