জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ছয় দাবি সম্বলিত স্মারকলিপি দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে ছয়দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হল আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। সংগঠনের জেলা সভাপতি মাধব সাহা জানান, তাদের দাবিগুলো হল কোভিড পরিস্থিতিতে জেলায় কোভিড মোকাবিলায় ভালো কাজ করা ডেপুটি সিএমওএইচ (২) ডাক্তার সুবর্ণ গোস্বামীর বদলির আদেশ বাতিল করে আলিপুরদুয়ারে বহাল রাখা, প্রতি বিধানসভা ক্ষেত্রে একটি করে কোভিড হাসপাতাল স্থাপন করা, কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালের লাগামছাড়া বিল নিয়ন্ত্রণ করা, কোভিড ব্যাতীত অন্যান্য রোগের সরকারি চিকিৎসা পরিষেবা প্রদান করা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পর করোনা পজিটিভ হরিয়ানার কৃষিমন্ত্রী
কোভিড চিকিৎসায় অস্থায়ী কর্মী নিয়োগে স্বচ্ছতা আনা এবং অস্থায়ী পুরানো কর্মীদের বেতন বৃদ্ধি করে স্থায়ী করা। মাধব সাহা আরও জানান, তাদের এই কর্মসূচি রাজ্যের প্রতিটি জেলায় পালিত হচ্ছে। আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্মারকলিপি গ্রহণ করে জানান তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পাঠিয়ে দেবেন।